শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ির গাড়ীটানা এলাকার একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বসতঘর পুড়ে যাওয়া মালিকের নাম কমল ত্রিপুরা। তিনি গাড়ীটানা এলাকায় শ্রমিক হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার (২ মে) সকাল ১০.৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে ঘরের সকল মালামাল পুড়ে যায়।
কমল ত্রিপুরা বলেন, “আগুন লেগে আমার বসতঘর পুড়ে গেছে। আমি কিছুই বের করতে পারিনি। পরিবার ও সন্তানসন্ততি নিয়ে এখন খুবই কষ্টে আমার দিনাতিপাত করতে হবে।”
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, “আগুনে বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি৷ ক্ষতিগ্রস্ত ঐ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”