নিজস্ব প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এ টি এম রাশেদ উদ্দীন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও সিআরবি’র জেলা উপদেষ্টা নির্মলেন্দু চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিআরবি’র উপদেষ্টা- খাগড়াছড়ির বিশিষ্ট সমাজকর্মী ও চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ধীমান খীসা ও সিআরবি’র উপদেষ্টা- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ।
‘নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার’ এই স্লোগান কে সামনে রেখে ক্রেতা সুরক্ষা আন্দোলন “কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ – সিআরবি’র নতুন জেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১১মে ২০২৪ খৃষ্টাব্দ শনিবার খাগড়াছড়ি পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার প্রধান উপদেষ্টা বাংলাদেশ আওয়ামিলীগ খাগড়াছড়ি জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র জনাব নির্মলেন্দু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরবি খাগড়াছড়ি জেলা কমিটির অন্যতম দুই উপদেষ্টা জনাব সাইফুল্লাহ মোহাম্মদ ও ধীমান খীসা।
এসময় সিআরবি’র কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে শপথ গ্রহণ ও পরিচিতি সভা সম্পন্ন করেন। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও কর্মকাণ্ডের উপর বিশদভাবে আলোকপাত করা হয়।