1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মা দিবসে মা'দের সাথে খাগড়াছড়ি মহিলা অধিদপ্তরের এ কেমন কান্ড! - আলোকিত খাগড়াছড়ি

মা দিবসে মা’দের সাথে খাগড়াছড়ি মহিলা অধিদপ্তরের এ কেমন কান্ড!

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ মে) জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ৫০ জন মাকে ১০০ টাকা করে সম্মানি হিসেবে দেয় মহিলা বিষয়ক অধিদপ্তর। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ব্যাপক সমালোচনার জন্ম হয় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়ে। তাদের দাবী একজন মা’কে ১০০ টাকা দিয়ে কখনো সম্মানি করা যায়না। এটার পরিবর্তে তারা ফুল, ক্রেস্ট বা অন্য কিছু দিতে পারতো। ১০০ টাকা করে দিয়ে মা’দের অসম্মানি করা হয়েছে। মা দিবসে মা’দের অপমানিত করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর এমনটা বলছেন তারা।
মায়ের সম্মানি ১০০ টাকা এ প্রতিক্রিয়ায় সুমাইয়া আক্তার নামে একজন গৃহিণী বলেন, ‘এটা অত্যন্ত অপমানজনক বিষয়। আমিও একজন মা। একজন মা’কে তারা ১০০ টাকা করে কিভাবে সম্মানি হিসেবে দিলো। মা মা-ই। মাকে ১০০ টাকা দিয়ে অপমান না করে অন্যভাবেও সম্মানিত করা যেত। শুধু ফুল দিয়েও সম্মান দেওয়া যেত। মহিলা বিষয় অধিদপ্তরের এ কাজটি একদম ঠিক হয়নি।
শাহজাহান কবির সাজু বলেন, ‘ নিশ্চয় মহিলা বিষয়ক অধিদপ্তরে অযোগ্য লোক রয়েছে। মায়ের তুলনা একমাত্র মা। এই মা”দের যারা ১০০ টাকা দিয়ে ছোট মনের পরিচয় দিয়েছে তাদের ধিক্কার জানাই।’
মা দিবসে মা’দের ১০০ টাকা করে সম্মানি দেওয়ার বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুষ্মিতা খীসা বলেন, ‘আমাদের একটা বরাদ্দ ছিল আমরা সে বরাদ্দ থেকে মা’দের ১০০ টাকা করে সম্মানি দিয়েছি।’ বরাদ্ধ কত ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘বরাদ্ধের বিষয়ে আপনাকে কিছু বলা যাবে না। এটা আপনার জানার বিষয় না। সারা দেশের জন্য একই নিয়ম বলে জানান তিনি।
অনুষ্ঠানে এসময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিক ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক সুস্মিতা খীসা, জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
আলোচনা সভায় বিশ্ব মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা-সম্মান জানিয়ে বক্তারা মায়ের মহিমা স্মৃতি চারণ করেন। মা’দের নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ দেন। বক্তারা বলেন, একজন মা নিজে না খেয়ে তার সন্তান’কে খাওয়ান। রৌদ বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেন এক মাত্র মা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ