বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি -১৯০০ বাতিল এবং কে এন এফ এর সন্ত্রাসী নির্মূলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখার এবং প্রত্যাহার কৃত এলাকায় পুনরায় সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বুধবার (১৫মে) সকাল ১১ টায় খাগড়াছড়ির একটি রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ও খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বলেন, ‘হিলটেক্স ম্যানুয়াল শাসনবিধি -১৯০০ একটি মৃত আইন। এই আইনের কোন যৌক্তিকতা নেই। এক দেশে দুই আইন চলতে পারেনা। মহামান্য সুপ্রিম কোর্ট ১৯০০ সালের ব্রিটিশ এ আইন মৃত আইন হিসেবে বাতিল করেছে। এখনো তা বাতিলই রয়েছে। তার আলোকে পার্বত্য শান্তিচুক্তি সংশোধন করতে হবে।’ তিনি বলেন, ‘কুকি-চিন সন্ত্রাসী গোষ্ঠীটি এখন দেশের জন্য একটি বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এ কেএনএফ তথা কুকি-চিন সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। এজন্য যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখতে হবে। কোন অজুহাতে সেনা সদস্য হত্যাকারী এই সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর সাথে কোন ধরণের সংলাপ চলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার কৃত সকল সেনাবাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের দাবী করেন।
এ সময় উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মজিবুর রহমান, কমিটির মহাসচিব মো. আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন, খাগড়াছড়ি পৌর সভাপতি মো. শাহ আলম, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ নাগরিক পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।