1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ঔষধ ও কসমেটিকস দোকানে অভিযান, জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ঔষধ ও কসমেটিকস দোকানে অভিযান, জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি শহরকেন্দ্রিক বাজারে বিভিন্ন ঔষধ ও কসমেটিকস এর দোকানে ভ্রাম্যমাণ আদালতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ৫টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছু নকল এবং ভেজাল মিশ্রিত পণ্যও জব্দ করা হয়।
সোমবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফয়সাল আল নুর।
অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, নকল ও ভেজাল ঔষধ, অবৈধ উপায়ে আমদানিকৃত কসমেটিকস পণ্য বিক্রয়ের অপরাধ হিসেবে ১০-১২টি দোকানে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় ৫ টি মামলা হয়। এতে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় তাদের লাইসেন্স, মেয়াদ, নকল ও ভেজাল কসমেটিকস এবং ঔষধ পরীক্ষা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ফয়সাল আল নুর বলেন, ‘মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বাজারে কিছু ফার্মেসি এবং কসমেটিকস দোকানে আমরা মোবাইলকোর্ট পরিচালনা করেছি। এতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ পেয়েছি। শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ কসমেটিকসও পেয়েছি। ৫টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য যাতে না রাখে সে বিষয়ে সতর্ক করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ