1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সারাদেশে হোন্ডা কোম্পানির সেরা ডিলারের দ্বিতীয়তে খাগড়াছড়ির আম্বিয়া ট্রেডার্স - আলোকিত খাগড়াছড়ি

সারাদেশে হোন্ডা কোম্পানির সেরা ডিলারের দ্বিতীয়তে খাগড়াছড়ির আম্বিয়া ট্রেডার্স

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
সারা বাংলাদেশে হোন্ডা কোম্পানির ডিলার মূল্যায়নে দেশ সেরাদের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে খাগড়াছড়ির হোন্ডা ডিলার মেসার্স আম্বিয়া ট্রেডার্স।
সোমবার (৩ জুন) কক্সবাজারের হোটেল কক্স টুডে এর হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আম্বিয়া ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মো. ইসমাইল এর হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর এমডি ও সিইও শিগেরু মাৎসুজাকি। এসময় চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান, চিফ প্রোডাকশন অফিসার হিরুয়কি ইয়াসুনাগা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে একে একে অন্যান্য টপ ১৫ ডিলারদেরও সম্মাননা দেওয়া হয়।
হোন্ডার Dealer Head Evaluation Result এ আম্বিয়া ট্রেডার্স সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে। সারাদেশের সকল ডিলারদের মধ্যে সেরা ১৫ জনের মধ্যে দ্বিতীয় হয় আম্বিয়া ট্রেডার্স।
হোন্ডা শোরুমের খাগড়াছড়ির ডিলার মেসার্স আম্বিয়া ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মো. ইসমাইল বলেন, ‘আমরা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছি। গতবছর আমরা বাংলাদেশের মধ্যে ১ম স্থানে ছিলাম। তবুও সেরাদের মধ্যে থাকতে পেরে আমরা আম্বিয়া ট্রেডার্স পরিবার গর্বিত। তিনি বলেন, ‘এ অর্জন শুধু আমাদের একার নয়, এ অর্জন আমাদের সবার, এই অর্জন গ্রাহকের। আমরা আমাদের এ অর্জন ধরে রাখতে চাই।’
এই অর্জনে এমডি, সিও সহ সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মো. ইসমাইল। হোন্ডা হল একটি জাপানী পাবলিক বহুজাতিক মোটরসাইকেল কোম্পানি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ