1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাজেকে সন্ত্রাসীদের গুলিতে মারা গেলেন ৭ বোনের একমাত্র ভাই, মূর্ছা যাচ্ছে অন্তসত্তা স্ত্রী - আলোকিত খাগড়াছড়ি

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে মারা গেলেন ৭ বোনের একমাত্র ভাই, মূর্ছা যাচ্ছে অন্তসত্তা স্ত্রী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শান্তি এক্সপ্রেসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। নিহত সুপারভাইজারের নাম মো. নাইম (৩৪)। সে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের সন্তান। এ ঘটনায় দুজন আহত হয়েছে। তারা হলেন চিক্কোমনি চাকমা (৩০) ও সোনামনি চাকমা (২৮)।
মঙ্গলবার (১৮ জুন) বিকালে সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের পাশে বাঘাইহাট এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নাইম আহত হলে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত মো. নাইম ৭ বোনের একমাত্র ভাই। সে ভাইবোনের মধ্যে সবার ছোট। এক বছর আগে বিয়ে করেন নাইম। তার স্ত্রী ৭ মাসের অন্তসত্তা বলে জানা গেছে। তিনি ৬-৭ বছর ধরে শান্তি এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে নিয়োজিত ছিলেন। কয়েকবছর আগে তার বাবাও মারা যায়। নাইমের মৃত্যুতে বার বার মূর্ছা যাচ্ছে মা ও অন্তসত্তা স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নাইমের খালাত ভাই মো. জাহিদ ড্রাইভার বলেন, ‘আমার নিরপরাধ ভাইটা সন্ত্রাসীদের গুলিতে মারা গেল। সে আমার খালার একমাত্র ছেলে। নাইমের বাবা মারা গেছে অনেক আগে। তার স্ত্রীও অন্তসত্তা। সে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ অবস্থায় পুরো পরিবার অনিশ্চয়তায় পড়ে গেছে। নাইমের মৃত্যুতে আমার খালা বার বার বেহুশ হয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, গত ৯ জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও ইউপিডিএফ গণতান্ত্রিক এর সদস্যরা বাঘাইহাট বাজারে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতি পরবর্তীতে এলাকায় অসন্তোষ সৃষ্টি করে। এক পর্যায়ে কয়েকশত এলাকাবাসী সংঘবদ্ধভাবে সন্ত্রাসী অবস্থান করার স্থান ঘেরাও করতে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। তখন একটা গুলি এসে শান্তি পরিবহনের সামনে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার নাইমের শরীরে বিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সাজেক থানার অফিসার্স ইনচার্জ মো. আবুল হাসান বলেন, ‘গুলিবিদ্ধ সুপারভাইজার নাইমকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক দল আরেক দলকে দায়ী করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ