1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে আন্দোলনে নেমেছে পেইড পিয়ার ভলান্টিয়ারের কর্মীরা, চাকরির মেয়াদ বৃদ্ধির দাবী - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আন্দোলনে নেমেছে পেইড পিয়ার ভলান্টিয়ারের কর্মীরা, চাকরির মেয়াদ বৃদ্ধির দাবী

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পরিবার-পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার (Paid Peer volunteer) এর চাকুরী স্থায়ীকরণ ও মেয়াদ বৃদ্ধির দাবী জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ জুন) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে খাগড়াছড়ির পেইড পিয়ার ভলান্টিয়ার এর সমন্বয়ক নুর জাহান আক্তার বলেন, ‘আমরা দেশের কল্যাণে বিভিন্ন দুর্যোগ ও করোনা মহামারির মধ্যে বিনা পারিশ্রমিকে সেবা দিয়েছি ও নিজেদের উপর অর্পিত দায়িত্ব খুব দক্ষতার সহিত পালন করেছি। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ও সমাজের নানাবিধ সমস্যার সম্মুখিন হয়েও আমরা সকল বয়সের সক্ষম দম্পত্তিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা, গর্ভবতী সেবা, কিশোর কিশোরীদের সেবা এবং পরিবার কল্যান সহকারির শূন্য ইউনিটের অতিরিক্ত সকল অনলাইন-অফলাইন তথ্য সংগ্রহ করে দায়িত্ব পালন করেছি। এটা ছিল আমাদের একটা কর্মসংস্থান। এখন যদি আমাদের চাকরির মেয়াদ না বাড়ানো হয় আমরা পরিবার নিয়ে বেকায়দায় পড়ে যাব। মানবিক কারণে হলেও আমাদের চাকরির মেয়াদ বাড়ানো হোক।’
খাগড়াছড়ি পেইড পিয়ার ভলান্টিয়ার সমিতির সভাপতি সিংকি চাকমা বলেন, ‘বাংলাদেশের ২৮টি জেলার ১০০টি উপজেলায় ৩৮৬৬ জন Paid Peer Volunteer হিসাবে আমরা নিয়োজিত আছি। আমরা শিক্ষিত, অসহায়, কর্মে আগ্রহী নারীগণ বিগত ৫/৭ বৎসর যাবত এ পেশায় সেবা দিয়েছি। বর্তমানে আমাদের চাকুরীর মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বহাল রহিয়াছে। আমাদেরকে নিয়োগ দেওয়া সময় ১৮/৩০ বৎসরের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে আমরা চাকুরী করা অবস্থায় আমাদের অধিকাংশ কর্মীদের ৩০ বছর অতিক্রম হয়ে গেছে। তাই আমাদের অন্য কোথায়ও চাকুরী করার সুযোগ নেই। এই অবস্থায় আমাদের চাকুরীর মেয়াদ শেষ হয়ে গেলে বা পরবর্তীতে আমাদের চাকুরী বহাল না থাকলে আমাদের অধিকাংশ কর্মীরা সামাজিক ও পারিবারিক, অর্থনৈতিক ও মানসিক ভাবে বিপর্যন্ত হয়ে পড়বে। তাই আমাদের চাকরি মেয়াদ বৃদ্ধির জোর দাবী জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ