1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার লারমা স্কয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম (শফিক), সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহিম, সহ – সভাপতি শান্তি প্রিয় চাকমা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক শামসু রানা, দপ্তর সম্পাদক সুসিল জীবন ত্রিপুরা, যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ