নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) জুমার নামাজের পর দীঘিনালা থানা বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক হাবিব উল্লা রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক শামসু রানা, দপ্তর সম্পাদক সুসিল ত্রিপুরা এবং অংগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।