1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দীঘিনালা সেনা জোন - আলোকিত খাগড়াছড়ি

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দীঘিনালা সেনা জোন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। এতে মানবিক সংকট সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। এ সংকট নিরসনে বন্যায় উদ্ধারাভিযান থেকে শুরু করে খাদ্য সহায়তা দিয়ে শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সেনাবাহিনী।
শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে সাড়ে ৬ শতাধিক বন্যার্তের মাঝে সকাল এবং দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। দীঘিনালা জোনের কোয়াটার মাস্টার ক্যাপ্টেন আবু রায়হান ও ক্যাপ্টেন হাসনাইন আলভীরের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে এ খাবার বিতরণ করা হয়।
এর মধ্যে দীঘিনালা উপজেলার তারাবুনিয়া আশ্রয় কেন্দ্রে ২৫০ প্যাকেট, কবাখালী হালিমিয়া মাদ্রাসায় ৮০ প্যাকেট, কবাখালী কিন্ডারগার্টেনে ৮০ প্যাকেট, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে ২০০ প্যাকেট এবং হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়- যেকোনো দূর্যোগে, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ