1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি ও সুজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আবুল হাসনাত বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার সহ খাবার বিতরণ করেছে যা প্রশংসনীয়। আমরা আশাকরি আগামীতে তা অব্যাহত থাকবে।’
বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ফিল্ড অফিসার দিদারুল আলম রাফি’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর থানার অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, সেক্রেটারি মো: সাইফুল্ল্যাহ, সদস্য ধীমান খীসা, ইউনিট অফিসার আবদুল গণি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ