মো. আবদুর রউফ:
কেউ কোন অন্যায় করলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ি প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবক ভোটারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অতন্দ্র প্রহরীর দায়িত্ব নিতে হবে তাদের।’ তিনি আরও বলেন, ‘কেউ ভোটারদের সঙ্গে অন্যায় করবেন না। তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। কেউ অন্যায় করলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
এর আগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিসবটি উপলক্ষ্যে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দুপুরে বেলুন উড়য়ে শোভাযাত্রার উদ্বোধন ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রোববার জেলা যুবদলের আয়োজনে দুপুরের দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বিশাল যুব সমাবেশ ও বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন সহ অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মীরা।