1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন জেলা প্রশাসক সহিদুজ্জামান - আলোকিত খাগড়াছড়ি

দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন জেলা প্রশাসক সহিদুজ্জামান

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫৭ বার পড়া হয়েছে

মো. আবদুর রউফ:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি’র আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে খাগড়াছড়ি পৌর টাউন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এরপর পৌর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘যেকোনো রাষ্ট্রের উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। নতুন এ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি মুহুর্তে, প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমাদের একযোগে কাজ করতে হবে। দূর্নীতি দূর করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক স্বদিচ্ছা। রাজনৈতিক স্বদিচ্ছা ছাড়া দূর্নীতি দূর করা সম্ভব নয়। এ দূর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বস্ব দিয়ে রুখে দাঁড়াতে হবে।’

বক্তব্য রাখছেন দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কামাল

জেলা প্রশাসক আরও বলেন, ‘দূর্নীতি দূর করতে হলে শুধু দিবস পালনে সীমাবদ্ধ থাকলে হবেনা। সম্প্রতি বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের যে তথ্য সামনে এসেছে তা খুবই ভয়াবহ। এ দূর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সরকারি, বেসরকারি প্রতিটি নাগরিক প্রতিটি ব্যক্তির স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।

বক্তব্য রাখছেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

এছাড়াও আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপপরিচালক মো. জাহিদ কামাল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, সচেতন নাগরিক কমিটি’র সদস্য মোহাম্মদ জহুরুল আলম বক্তব্য প্রদান করেন।

বক্তব্য রাখছেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।

আলোচনা সভায় অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত চেতনার আলোকে রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

বক্তব্য রাখছেন খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

বক্তারা বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, মানবাধিকার নিশ্চিতে সকল প্রকার দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে আহবান জানান।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ