1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
হিজাব কাণ্ডের বিতর্কিত মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারে বদলী - আলোকিত খাগড়াছড়ি

হিজাব কাণ্ডের বিতর্কিত মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারে বদলী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
হিজাব কাণ্ডের বিতর্কিত মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় বদলি করা হয়েছে।
আর মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম।
উল্লেখ্য: গত ১৩ ডিসেম্বর হলে পরীক্ষা চলাকালীন হিজাব খোলে মুখ না দেখানোয় এক গর্ভবতী নারী শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করে হল থেকে বহিষ্কার করার অভিযোগ উঠে। পরে এর প্রতিবাদে মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি জেলা এবং দেশের বিভিন্ন জেলা জুড়ে প্রতিবাদ বিক্ষোভ, মিছিল এবং আন্দোলনে ফেটে পরে। অধ্যক্ষ্যের বিচার চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপিও প্রদান করে শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিল।
এরপর ১৫ ডিসেম্বর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গা জোন কমান্ডার, ওসি,অভিযুক্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদার, পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক আবুল হোসেন, হেনস্থার শিকার নারী শিক্ষার্থী আনজুমান আরা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে অভিযুক্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদার ও শিক্ষক আবুল হোসেন ভুল শিকার করে নারী শিক্ষার্থী এবং আন্দোলন কারীদের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরে নারী শিক্ষার্থী আনজুমান আরা তাকে ৫টি শর্তে ক্ষমা করে দেন। এর মধ্যে একটি ছিল অনতিবিলম্বে অধ্যক্ষকে কলেজ থেকে বদলী করতে হবে।
এর ৬ দিনের মাথায় অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারকে বদলী করা হলো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ