1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় তারুণ্যের উৎসবে কৃষি প্রদর্শনী ও মেলা উদযাপিত - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় তারুণ্যের উৎসবে কৃষি প্রদর্শনী ও মেলা উদযাপিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সেবা প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
.
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
প্রদর্শনীতে মাশরুম চাষ, জি-ব্যাগে আদা চাষ, ধান চাষ, শীতকালীন ফসল উৎপাদন, এবং বায়ো-কীটনাশকের ব্যবহারসহ বিভিন্ন কৃষি প্রযুক্তির কার্যক্রম তুলে ধরা হয়। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও সেবা পৌঁছানোর লক্ষ্য তুলে ধরা হয়।
.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোহাম্মদ মাইনুদ্দীন, এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুপেন চাকমা।
.
কৃষি প্রদর্শনীতে স্থানীয় কৃষক, তরুণ উদ্যোক্তা ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। এ ধরনের আয়োজন কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও প্রযুক্তির সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ