1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় হাডুডু/কাবাডি প্রতিযোগিতার জমকালো শুভ উদ্বোধন - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় হাডুডু/কাবাডি প্রতিযোগিতার জমকালো শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় হাডুডু/কাবাডি খেলার জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘হাডুডু অথবা কাবাডি খেলা আমাদের জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। এই প্রতিযোগিতা সমাজের বিভিন্ন অংশকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা সহ অন্যান্য ইউপি চেয়ারম্যানরা।
দর্শকদের উপস্থিতি ছিল উৎসবমুখর, পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত এবং আনন্দঘন। এলাকার মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা উল্লাসে অংশ নেন এবং খেলা উপভোগ করেন।
খেলার শুরুতে প্রধান অতিথি ইউএনও মামুনুর রশিদ অংশগ্রহণকারী পাঁচ দলের জার্সি উন্মোচন করেন। দীঘিনালার পাঁচটি ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী পাঁচটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিবু চন্দ্র দে ও মেরুং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজালাল। সহকারী রেফারি হিসেবে ছিলেন জয়চন্দ্র দাস এবং নেপোলিয়ন চাকমা। খেলা পরিচালনার জন্য প্রাথমিক চিকিৎসা দল হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের সদস্যরা।
প্রথম রাউন্ড শেষে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ৪ নং দীঘিনালা ইউনিয়ন (বরাদম) এবং ২ নং বোয়ালখালী ইউনিয়ন। ফাইনাল ম্যাচটি আগামী ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ