হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে দুটি ইটভাটার কার্যক্রম চালানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে কর্ণফুলী ব্রিক্স ও ফোর বি ব্রিক্স নামের দুটি ভাটাকে যথাক্রমে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করতে আগুন নিভিয়ে দেওয়া হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ জানান, “হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে ইটভাটার কার্যক্রম চালানোয় এ অভিযান চালানো হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এসব ভাটার কার্যক্রম বন্ধ থাকবে।”
এ ধরনের অভিযান অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয়।