1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবাসহ হারুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই মো. নূর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে বৈরগ্যাঘোনা এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে হারুনকে ইয়াবাসহ আটক করে।
পরবর্তীতে এসআই নূর উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮/২০২৫।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ