1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল- পূনরায় সভাপতি দেলোয়ার, সেক্রেটারি কাউছার আজিজী - আলোকিত খাগড়াছড়ি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল- পূনরায় সভাপতি দেলোয়ার, সেক্রেটারি কাউছার আজিজী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার দ্বিবার্ষিক ২০২৫-২৬ সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা কাউছার আজিজী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে এবং মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায়  খাগড়াছড়ি নিচের সবজি বাজারস্থ দলীয় কার্যালয় সংলগ্ন হলরুমে জেলা শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য
আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত শুরা সদস্যদের ভোট গ্রহণ করেন। শুরা সদস্য গণ তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করেন সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক।
নাম ঘোষণার পর নবনির্বাচিত সকলকে  শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম।
৮০ শতাংশ  ভোটে নির্বাচিত হয়ে তৃতীয়বারের মত সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন হাফেজ দেলোয়ার ও মাওলানা কাউছার আজিজী।
দুজনেই দক্ষিণ-পূ্র্ব এশিয়ার বৃহত্তম বিদ্যাপিঠ  বাবুনগর আরবী বিশ্ববিদ্যালয় থেকে দাওরায়ে হাদীস (মাষ্টার্স সমমান) সম্পন্ন করেছেন।
শিক্ষা জীবন থেকেই উভয়েই এই সংগঠনের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করেছেন বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ