1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার দীঘিনালা উপজেলায় প্রথমবারের মতো সফর করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা হতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ’র সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সরকারের জেলা উপপরিচালক নাজমুন আরা সুলতানা, দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি, হিন্দু, বৌদ্ধ ও ইসলাম ধর্মীয় প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।
এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত দেন।
সভায় স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকট, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, বন্যা সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ বক্স স্থাপন এবং পর্যটন ব্যবস্থার উন্নয়ন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, “অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “তামাক চাষ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এটি নিরুৎসাহিত করতে স্থানীয় প্রশাসন কাজ করবে।” পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ও শক্তিশালী করার আহ্বান জানান।
সভা শেষে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। তিনি দীঘিনালার সার্বিক উন্নয়নে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ