হাসান মোর্শেদ, দীঘিনালা:
ভাষা শহীদদের স্মরণে দীঘিনালা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করেছে। গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিনটি উদযাপনের অংশ হিসেবে তারা পতাকা র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা দীঘিনালা ডিগ্রি কলেজের নিচের হলুদ চত্বর থেকে বড় আকারের পতাকা নিয়ে র্যালি বের করে। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও দীঘিনালা উপজেলা দলের সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত, ভারপ্রাপ্ত দলনেতা জাকির হোসেন, সিনিয়র আরসিআই শান্ত বড়ুয়া, ইসমাইল ফাহিমসহ অন্যান্য যুব সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের পর যুব রেড ক্রিসেন্ট দল উপজেলা কার্যালয়ে “এক মিনিট শুদ্ধ বাংলা বলার প্রতিযোগিতা” আয়োজন করে। প্রতিযোগিতায় শ্রাবণী দত্ত ও ইবনে ফাহিম বিজয়ী হলে, তাদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক দলনেতা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হাসান মোর্শেদ রিফাত।
উল্লেখ্য, দীঘিনালার যুব রেড ক্রিসেন্ট দল বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একুশে ফেব্রুয়ারির মতো জাতীয় দিবসগুলোর আয়োজনেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।