সাজু আহমেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি’তে প্রতি বছর’ই শবে বরাত, মাহে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও পাহাড় ধ্বসে এই তরুণ তরুণীদের একটি দল ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের জন্য ভিন্ন কিছুর আয়োজন করে থাকে।
তারই ধারাবাহিকতায় শনিবার (১৫ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে একটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন তারা। নিজেদের ব্যক্তিগত টাকা দিয়ে এবং পরিচিত স্বেচ্ছাসেবীমনা বড় ভাই-বোনদের কাছ থেকে কিছু টাকা উত্তোলন করে এ আয়োজন সফল হয়।
এবারের ‘ইফতার উপহার’ হিসেবে প্রত্যেক পরিবারের মাঝে ছোলা ১ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, তেল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম, মুড়ি ৫০০ গ্রাম ও ১ টি করে তরমুজ ইত্যাদি মিলিয়ে নিজেরাই বাজার করে প্যাকেজ রেডি করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রীগুলো উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।
এই ভিন্ন আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয় করে নাজমুস সাকিব (নাজমুল), আমিনুল ইসলাম (রাজু), আফরোজা আক্তার (পপি), ইমরান হোসেন (আসিফ), মোহাম্মদ আল আমিন, আব্দুল্লাহ আল নোমান, সাজু আহমেদ, আফরোজা আক্তার (সিক্তা), জান্নাতুল ফেরদৌস ও বনিনুর ইসলাম মিলে উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ করেন।
সমন্বয়কারীদের পক্ষে আফরোজা আক্তার পপি বলেন, ‘আমরা সবাই স্বেচ্ছাসেবক। খেটে খাওয়া মানুষদের জন্য ভালো কিছু করতে পারলে আমরা আত্মতৃপ্তি পাই। দেশের যেকোনো দূর্যোগকালীন সময়ে আমরা সাধারণ মানুষদের মাঝে ভালো কিছু উপহার দিতে চাই। আর তারই ধারাবাহিকতায় আমরা বছরের বিভিন্ন সময় এরকম ভিন্ন কিছুর আয়োজন করে থাকি।’
তিনি বলেন, ‘আমাদের আজকের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে চেষ্টা করেছি খেটে খাওয়া পরিবার গুলোর মুখে হাসি ফোঁটাতে। তাই আমরা এই ‘ইফতার উপহার’ উদ্যোগ গ্রহণ করি এবং তা বাস্তবায়নের জন্য পরিবারগুলোর মাঝে তা যথাযথভাবে পৌঁছে দিই।
এই ভিন্ন আয়োজনের ধারা আগামীতেও বজায় থাকবে এবং পরিবারগুলোর মুখে হাসি ফোঁটানোর মাধ্যমে আমরা তা বাস্তবায়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আফরোজা আক্তার পপি।