সাজু আহমেদ, খাগড়াছড়ি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেল দলের উদ্যোগে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) যুব রেড ক্রিসেন্ট সদস্যরা মাটিরাঙ্গার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে ছিল সেমাই, নুডুলস, সুজি, দুধ, চিনি, তেল, বাদাম, কিচমিচ, নারকেল ইত্যাদি।
যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের যুব সদস্যদের নিজস্ব অর্থায়নে এই উদ্যোগে অংশগ্রহণ করে এবং নিশ্চিত করেন যে এই সুবিধা বঞ্চিত মানুষগুলোর ঈদ আনন্দে পরিপূর্ণতা আসবে।
যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান হাসিবুর রহমান হাসিব এই কার্যক্রমের উদ্যেগ গ্রহণ করেন।
তিনি বলেন, “ঈদ হল সুখ, শান্তি এবং একতা উদযাপনের সময়। আজ আমরা এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং ভালোবাসা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব রেড ক্রিসেন্ট সবসময় মানবিক কাজে সর্বপ্রথম থাকতে চেষ্টা করে।”
এছাড়াও যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের, দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় উপ-প্রধান মো. মহিন উদ্দিন বলেন, “আমরা এই ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করতে চাই যাতে আমাদের সমাজের অভাবী মানুষরা ঈদের আনন্দে একাত্ম হতে পারে এবং ঈদ সবার জন্য বিশেষ হয়ে ওঠে।”
ঈদ শুভেচ্ছা উপহার বিতরণে মোট ৫০+ সুবিধাবঞ্চিত পরিবার উপকৃত হয়েছে এবং তারা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুব রেড ক্রিসেন্ট এর এই সহায়তার জন্য।
এই উদ্যোগের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেলা দল মানবিকতা এবং সহানুভূতির অনুপ্রেরণা দিলো এবং সমাজে একতা এবং ভালোবাসা প্রতিষ্ঠা করতে আরও একধাপ এগিয়ে গিয়েছে বলে জানায়, যুব রেড ক্রিসেন্ট,মাটিরাঙ্গা উপজেলা দলের তহবিল সংগ্রহ বিভাগীয় উপ-প্রধান মো. কামরুল ইসলাম।