সমাবেশে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং মুসলমানদের ওপর নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন। তাঁরা বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় অব্যাহতভাবে পণ্য বর্জনের মাধ্যমে মুসলিম বিশ্বকে প্রতিবাদ জানাতে হবে।
হাফেজ মাওলানা মো. রুহুল আমিন বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর অবিরাম বোমাবর্ষণ এবং মুসলমানদের ওপর নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এসব বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ইসরাইলি পণ্য বয়কট করে প্রতিবাদ জানাতে হবে।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (দীঘিনালা শাখা) সভাপতি মো. আশরাফুল বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বের বিবেককে নাড়া দিতে চাই। আমাদের দাবি- ফিলিস্তিনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতনের অবসান।”