হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা, ঐতিহ্যবাহী খাবার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সর্বস্তরের মানুষ মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে উপজেলার প্রধান সড়কে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এরপর বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষাংশে অতিথিদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনও করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মামুনুর রশিদ বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এর মাধ্যমে আমাদের ঐতিহ্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটে। এমন আয়োজন মানুষের মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টি করে এবং সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করে।’
স্থানীয় নাগরিক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, দীঘিনালার মতো একটি পাহাড়ি অঞ্চলে এ ধরনের বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আয়োজন শুধু আনন্দই দেয় না, বরং নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাঁরা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।