হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে রবিবার (২৭ এপ্রিল) সকালে বোয়ালখালী ইউনিয়নের পোমাংপাড়া কমিউনিটি সেন্টারে “গণতান্ত্রিক সুশাসন ও অহিংস সমাজ নির্মাণ” বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবীণ ও সাবেক সহকারী শিক্ষক রনজিৎ নারায়ণ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, ইয়ুথ গ্রুপের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি হাসান মোর্শেদ রিফাত, এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রনজিৎ নারায়ণ ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ ও অহিংস নীতির চর্চা সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল ভিত্তি। তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি হলে সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।”
বিশেষ অতিথি মিহির কান্তি ত্রিপুরা বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া শুধু নীতিগত বিষয় নয়; এর চর্চা প্রতিটি স্তরে করতে হবে। সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করলেই প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।”
আলোচনা সভার পর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভোটাধিকার ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি নাটক মঞ্চস্থ করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে গণতন্ত্রের প্রতি উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের সভাপতি ও দীঘিনালা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত বলেন, “একটি অহিংস ও গণতান্ত্রিক সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমাদের দায়িত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট থাকা।”
তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।