হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি দীঘিনালায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে শুরু হয়েছে এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
“আলোকিত মানুষ চাই” এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘ ৪৬ বছর ধরে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এই প্রচেষ্টার অংশ হিসেবেই ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হচ্ছে।
মেলায় দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের প্রায় দশ হাজার বই রয়েছে, যা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
এই আয়োজন পরিচালনায় রয়েছেন ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান, সংগঠক আবু নাঈম এবং সেলস অফিসার আবু হানিফ। আয়োজনে সহযোগিতা করছে মেটলাইফ ফাউন্ডেশন।
সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং পাঠাভ্যাস বৃদ্ধি করার লক্ষ্যে এই বইমেলা ও উৎসব দীঘিনালার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।