সাজু আহমেদ, খাগড়াছড়ি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে তরুণ ও শিক্ষার্থীদের অংশগ্রহনে খাগড়াছড়ি জিরো মাইল এলাকায় শব্দ দূষণ সংক্রান্ত সচেতনতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচী পরিচালিত হয়।
এ সচেতনতা অভিযান পরিচালনা করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজনীম আক্তার। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ, বিআরটিএর সহকারী পরিচালক মো. মুছা, দায়িত্বরত ট্রাফিক পুলিশ’সহ স্থানীয় ব্যক্তিবর্গ, তরুণ- তরুণী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক অভিযান ও লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থী’সহ রেড ক্রিসেন্ট ও রোভার সদস্যরা সহযোগিতা করেন এবং তারা যানবাহন চলাচলে অতিরিক্ত শব্দ দূষণ না করতে অনুরোধ করেন।
এসময় প্রশাসন কতৃক জানানো হয় আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।