1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কর্মহীন মানুষের মাঝে পার্থ ত্রিপুরা জুয়েল-এর ত্রাণ বিতরণ অব্যাহত - আলোকিত খাগড়াছড়ি

কর্মহীন মানুষের মাঝে পার্থ ত্রিপুরা জুয়েল-এর ত্রাণ বিতরণ অব্যাহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৭৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, গৃহবন্দী ও শ্রমজীবী মানুষের মাঝে জেলা পরিষদের অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল-এর ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) খাগড়াছড়ি ৮নং ও ৯নং পৌর ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুখাই চৌধুরী পাড়া ও বটতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রোদ-বৃষ্টি উপেক্ষা করে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে ৮৩০ পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এর আগে খাগড়াছড়ি পৌর ১ নং, ২ নং, ৩ নং, ৪ নং ও শালবন ৬ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, কর্মহীন, গৃহবন্দী ও শ্রমজীবী মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং খাগড়াছড়ির সাংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরার পরামর্শে ক্রমে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে।
ত্রাণ বিতরণকালে মানুষকে ঘরে থাকতে আহ্বান জানাচ্ছেন পার্থ ত্রিপুরা জুয়েল।
তিনি আরও বলেন, খাগড়াছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার কর্মহীন অসহায় মানুষের তালিকা করে সবার ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় আড়াই হাজার পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে অন্যদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষ ছাড়াও যারা হাত পাততে পারেন না সেইসব মানুষের তালিকা তৈরি করে তাদের ঘরেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। এসময় তিনি সবাইকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ