1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড় সীমান্তে ভারতীয় পাগলকে পুশ ইনের চেষ্টা, সেক্টর কমাণ্ডার পর্যায়ে বৈঠক; ফিরে গেল পাগল - আলোকিত খাগড়াছড়ি

রামগড় সীমান্তে ভারতীয় পাগলকে পুশ ইনের চেষ্টা, সেক্টর কমাণ্ডার পর্যায়ে বৈঠক; ফিরে গেল পাগল

  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২০
  • ২০৪ বার পড়া হয়েছে
রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ভারতের সাব্রুম সীমান্ত দিয়ে ফেনি নদীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে।
বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করলে প্রথমে স্থানীয়জনগণ তা প্রতিরোধ করে পরবর্তিতে রামগড় ৪৩ বিজির সদস্যরা ঘটনাস্থলে এসে ফেনী নদীর মাঝখানে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফএর সাথে পতাকা বৈঠক করেন। বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় তাৎক্ষণিক ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গতকাল শুক্রবার (১মে) আনুমানিক বিকেল ৪ টার দিকে কয়েকজন বিএসএফ সদস্য ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে (৩৫) ফেনী নদীতে নামিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা চালায়। অজ্ঞাত ব্যক্তি টি বার বার ভারতের দিকে যাওয়ারে চেষ্টা করলে ভারতের বিএসএফ সদস্যরা তাকে বেদরক পিটিয়ে  বাংলাদেশের অভ্যন্তরে পু্শইনের চেষ্টা করতে থাকে।
এদিকে দু দেশের সীমান্তে উত্তেজনা এড়াতে  বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে  রাত সাড়ে ৮টায় মহামুনি বিওপি আওতাধীন ভারত ও বাংলাদেশের মৈত্রী সেতুর নিচে শূন্য লাইন সীমান্ত পিলার ২২১৫/৯ এস এর নিকট বৈঠক শুরু হয়ে রাত নয়টা তের মিনিটে শেষ হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের দলের নেতৃত্ব দেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম  সেলিম হাসান  পিএসসিজি এবং ভারতের পক্ষে ১০ সদস্যের দলের নেতৃত্ব দেন বিএসএফ উদয়পুর সেক্টরের  ডিআইজি জামিল আহমেদ।
বৈঠকশেষে বিজিবি প্রতিনিধিদল সাংবাদিকদের জানান, বৈঠকে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ গ্রহণ করে নেয় পরবর্তীতে ভারত ঐ ব্যাক্তিটিকে বাংলাদেশী প্রমাণ করতে পারলে বিজিবি তাকে গ্রহণ করে নিবে এবং উভয় দেশের  সীমান্তে মোতায়েনকৃত বিজিবি-বিএসএফ সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ