1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ইমাম-মোয়াজ্জিন ও বেসরকারি শিক্ষকদের পাশে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন - আলোকিত খাগড়াছড়ি

ইমাম-মোয়াজ্জিন ও বেসরকারি শিক্ষকদের পাশে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২০
  • ৮২ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
করোনা সংক্রমনের কারণে দেশে কর্মহীন হয়ে পড়ে বিশাল অংশের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
এসব কর্মহীনদের মানবেতর জীবনযাপনের কথা বিবেচনা করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্দ্যেগ। এর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম ক্রমাগত চলছেই। এরই অংশ হিসেবে মাটিরাঙ্গায় অবস্থিত বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রায় ৫ শতাধিক ব্যাক্তির মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৬মে) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়াম সম্মুখস্থান থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
এর আগে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত প্রায় দুই শতাধিক নন-এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.সামছুল হক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর আগে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এবার তিনি উপজেলার সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন এ বেসরকারি শিক্ষকদের সহযোগিতা করেলেন। এভাবে সকল জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্ভোগের শিকার মানুষদের পাশে দাঁড়ালে করোনার দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষন কান্তি দাশ বলেন,করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে  সব শ্রেণী-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।পর্যায়ক্রমে এসব দুর্দশাগ্রস্ত মানুষকে সরকারি  উদ্যোগে সহযোগিতা করা হয়েছে। বিরাজমান পরিস্থিতি আমাদের অনুকূলে নয় বিধায় নিজে সচেতন হোন,অন্যকে সচেতন করুন, গরে থাকুন বিনা কারণে গর থে বের হওয়া থেকে বিরত থাকুন
এসময় উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.সামছুল হক। উপজেলা রিসোর্ট ইন্সট্রাক্টর মো.আসগর আলী,মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেয়ারটেকার মো.বেলাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ