1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
প্রধানমন্ত্রীর অনুদান পেল মাটিরাঙ্গার ১৭২ টি মসজিদ - আলোকিত খাগড়াছড়ি

প্রধানমন্ত্রীর অনুদান পেল মাটিরাঙ্গার ১৭২ টি মসজিদ

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২০
  • ২১২ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

মাটিরাঙ্গা উপজেলার ১৭২টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার ১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠান কার্যক্রমের  উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. হারুনুর রশীদ ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।

চেক বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাস সারাদেশে ছড়িয়ে পড়েছে। এ থেকে আমাদের প্রিয় মাটিরাঙ্গাও মুক্ত নেই। ইতিমধ্যে মাটিরাঙ্গায় তিন জনের কনোরা ভাইরাস শনাক্ত হয়েছে। যদিও তারা সুস্থ আছেন, ভালো আছেন। তবুও আমাদেরকে সচেতন থেকেই সুস্থ থাকতে হবে।

করোনা ভাইরাসের সংক্রমনে দেশের মসজিদগুলো আর্থিক সঙ্কটে পড়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারন মানুষের পাশাপাশি মসজিদগুলোর পাশে দাড়িয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মসজিদ থেকেই সাধারন মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। যদিও করোনা ভাইরাস শুরু থেকেই প্রশাসন সকলকে সাথে নিয়ে মাটিরাঙ্গা ও মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে মাঠে থেকেই কাজ করছে। তিনি সকলকে নিজেদের সুরক্ষায় অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেন।

একই সময়ে মাটিরাঙ্গা উপজেলার ১৭২ মসজিদের সভাপতি ও সম্পাদকের হাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ