মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
মহামারি করোনা প্রাদুর্ভাবের ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন জেলার মাটিরাঙ্গা উপজেলার নন-এমপিও শিক্ষক ও কর্মচারীগণ। এ পরিস্থিতিতে এসব শিক্ষক-কর্মচারীদের প্রতি মানবিক সহায়তার হাত প্রসারিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তবলছড়ি গ্রীনহিল কলেজসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালীন অনুদানের চেক বিতরন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
বর্তমান সরকারকে শিক্ষা ও শিক্ষকবান্ধব উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, করোনাকালে সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিবেচনায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় মাটিরাঙ্গার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষক কর্মচারীর অনুকুলে ২ লাখ ১২ হাজার ৫শ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসেন ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি মো.জসিম উদ্দিন জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।