শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক সহকারি কমান্ডার হানিফ হাওলাদার, খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা ইউএনও ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলাকারী আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মানববন্ধনে মাটিরাঙ্গা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, অত্র উপজেলার সকল স্তরের মুক্তিযোদ্ধা,ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
প্রসঙ্গত,গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।