1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
নিংপ্রুচাই মারমার স্বপ্নের পাঠশালা পরিদর্শন করলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস - আলোকিত খাগড়াছড়ি

নিংপ্রুচাই মারমার স্বপ্নের পাঠশালা পরিদর্শন করলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সিঙ্গিনালা গ্রামের ক্যান্সারে আক্রান্ত নিংপ্রুচাই মারমার স্বপ্নের পাঠশালা সরেজমিনে পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
২২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উক্ত পাঠশালা পরিদর্শন করেন তিনি। এই সময় তিনি বিভিন্ন শিক্ষা ও খেলাধূলা সামগ্রী ক্রয়ের জন্য ১ লক্ষ টাকার চেক প্রদান করেন স্বপ্নের পাঠশালার প্রতিষ্ঠাতা নিংপ্রুচাই মারমাকে।
এছাড়াও স্বপ্নের পাঠশালার অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এই সময় তিনি নিংপ্রুচাই মারমার শারিরীক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, মহালছড়ি উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি থানার কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবি শিক্ষার্থী নিংপ্রুচাই মারমা ক্যান্সারে সাথে লড়াই করেও গড়ে তুলেন স্বপ্নের পাঠশালা। ২০১৮ সালের দিকে ক্যান্সার আক্রান্ত হন। ভারতে গিয়ে অপারেশন ও করেন তিনি কিন্তু সুস্থ হননি। এই অবস্থায় হুইল চেয়ারে করে দেশে ফিরে এসে নিজ প্রচেষ্টা ও অনেক শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় মহালছড়ির নিজ গ্রাম সিঙ্গিনালায় ২০১৯ সালে গড়ে তুলেন স্বপ্নের পাঠশালা। যেখানে এই পাঠাগারে ১০০ জনের উপরে নিয়মিত বই পড়ে উক্ত এলাকার কিশোর-কিশোরীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ