1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই - আলোকিত খাগড়াছড়ি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ  

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। রবিবার (২৭ সেপ্টেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল শরীরে জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে ভর্তি হন।

গত ১৮ সেপ্টেম্বর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে ২০ সেপ্টেম্বর তার করোনামুক্তি ঘটার কথা জানায় পরিবার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ