1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৪ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

আগামী ১৪ ই ফেব্রুয়ারি ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজালাল কাজল।

বুধবার (২৭ জানুয়ারী ) বিকালের দিকে মাটিরাঙ্গায় বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামীলীগ এ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছে সব নির্বাচন প্রহসনের নির্বাচন উল্লেখ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের পূর্ণ আস্থা না থাকা সত্বেও বিএনপি সকল নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী জয়লাভ করার শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের একটাই দাবি সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেজন্য নির্বাচন কমিশন ও প্রশাসন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন।

মাটিরাঙ্গা পৌরসভায় কোন ধরণের দৃশ্যমান উন্নয়ন হয় নি উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হলে সরকারী বরাদ্ধ উন্নয়ন কাজে যথাযথ ব্যাবহার করা হবে। অবহেলিত জনসাধারণের অধিকার আদায় সহ অত্র পৌরসভায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। ভোটের পূর্বের রাতে যেন ব্যালট বক্সে ভোট ভরতে না পারে, দিনের ভোট যেন দিনেই হয়। ভোটাররা যেন যে কোন ধরণের ভয়ভীতির উর্ধ্বে থেকে ধানের শীষ প্রতীক কে ভোট দিতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাচন যেন পক্ষপাতহীন অবাধ ও নিরপেক্ষ হয় সে জন্য তিনি সাংবাদিক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা,জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মেদ চৌধুরী,খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। এবারের মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ