1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সম্প্রীতির অনন্য নজির স্থাপন, মাদ্রাসা ও মন্দির কমিটিকে পুরস্কৃত করলেন ডিসি - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সম্প্রীতির অনন্য নজির স্থাপন, মাদ্রাসা ও মন্দির কমিটিকে পুরস্কৃত করলেন ডিসি

  • প্রকাশিতঃ বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

২১ বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করায় খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা এবং বোয়ালখালী নারায়ণ মন্দির পরিচালনা কমিটিকে পুরস্কৃত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বুধবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার হিসেবে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে চেক প্রদান করা হয়। চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন দীঘিনালার ইউএনও ফাহমিদা মুস্তফা।

জানা যায়, ২০০০ সাল থেকে বোয়ালখালী ইসলামীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ বার্ষিক মাহফিলের সময় সব সম্প্রদায়ের মানুষের জন্য জন্য বার্ষিক একটি মেজবানের আয়োজন করে। যা হিন্দু-মুসলিম-বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি মিলন মেলায় পরিণত হয়। আবার মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খাবার সরবরাহ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এছাড়াও হিন্দুদের উৎসবে সব সম্প্রদায় আর্থিকসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকে। যা সারাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি দৃষ্টান্ত।

বোয়ালখালী ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির নিকট এক লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বোয়ালখালী ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম বলেন, ‘মন্দিরের সব অনুষ্ঠানে আমরা সহযোগিতা করে থাকি। আবার মাদ্রাসার মাহফিলেও সব সম্প্রদায় সহযোগিতা করে থাকে। প্রতিবছর বার্ষিক মাহফিলে মাদ্রাসায় একটি দিন সম্প্রীতির মেজবানের আয়োজন করা হয়। সেখানে সব সম্প্রদায়ের সদস্যরা মিলিত হন। ২১ বছর ধরে তা চলমান রয়েছে। ভ্রাতৃত্বের এ বন্ধনের পুরস্কার হিসেবে জেলা প্রশাসক মহোদয় আমাদের এক লক্ষ টাকা প্রদান করেছেন।’

বোয়ালখালী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন বলেন, ‘এখানে আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি। আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই। আমাদের মন্দিরের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাবার সরবরাহের দায়িত্ব পালন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। আবার বিভিন্ন উৎসবে সব সম্প্রদায় আমাদের আর্থিকসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। ভ্রাতৃত্ব অটুট রাখায় খাগড়াছড়ির জেলা প্রশাসক আমাদের এক লাখ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন।’

বোয়ালখালী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির নিকট এক লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

দীঘিনালার ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, ‘দীঘিনালায় সব সম্প্রদায়ের মধ্যে একটি আত্মার সম্পর্ক রয়েছে। এমন নজির আর কোথাও আছে কি না তা আমার জানা নেই। আমি মনে করি দীঘিনালাবাসীর এই সম্প্রীতি বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘দুটি প্রতিষ্ঠানের মধ্যে ২১ বছরের যে সম্প্রীতির নজির আমরা দেখেছি, তা দেশের জন্য অনুকরণীয়। আমরা এমন একটি সম্প্রীতির বাংলাদেশ চাই। এ থেকে নতুন প্রজন্ম এবং অন্যরাও শিক্ষা নিতে পারে। তাই অন্যদের উতসাহিত করতে প্রতিষ্ঠান দুটিকে পুরস্কৃত করেছি’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ