1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনা সচেতনতায় দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও মাস্ক বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

করোনা সচেতনতায় দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও মাস্ক বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: 
খাগড়াছড়ির দীঘিনালায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর মাধ্যমে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ মোবাইল কোর্টের ১৫টি মামলায় ৩ হাজার ১০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. কাউসার হামিদ পৃথকভাবে উপজেলার বাসটার্মিনাল, বাজার, হোটেল-মোটেল ও বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় এ অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও টিকা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।
জানা যায়, দেশে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয় সরকার। এতে উপজেলায় সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, ‘সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ