1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে নানান আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে নানান আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার  (১৭ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ পৃথকভাবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।
জেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‍্যালীট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলস্থ বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্যালয়ে ফিরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভার করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি মো. মনির খান, কল্যাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. আব্দুল জব্বার, এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, পাজেপ সদস্য ও আওয়ামীলীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা, নিলোৎপল খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা যুবলীগ সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, যুব মহিলা লীগের সভাপতি ফারজানা আজম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমা, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এছাড়াও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা সিভিল সার্জন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জাতীয় মহিলা সংস্থা, জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ