নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাগড়াছড়ি জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান’র সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাগড়াছড়ি জেলা কর্মকর্তা মোহাম্মদ মুনতাসির মাহমুদ।
এসময় নিরাপদ খাদ্যের গুরুত্বের উপর বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোর কুমার মজুমদার, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. হারুনুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাংবাদিক আবু দাউদ, নুরুচ্ছাফা মানিক, মো. আবদুর রউফ, সমির মল্লিক, কানন আচার্য প্রমুখ।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম দেশের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। যার কারনে সরকার ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন করেছে। ২০১৫ সালে তা কার্যকর হয়েছে। এখানে ৯০ টি ধারা উপধারা রয়েছে। আমরা আপাতত সকল উৎপাদক ও ভোক্তাদের সচেতণ করছি। কারন এখানে জরিমানা অর্থের পরিমান অনেক বেশি রয়েছে। তাই আমরাও চাইনা ছোটখাটো ভুলে ব্যবসায়ীদের বড় অংকের অর্থ জরিমানা দিতে হয়। কিন্তু পরবর্তীতে আর সচেতন নয়, সরাসরি আইন প্রয়োগ করা হবে।’
সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়। এছাড়াও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মাট নাগরিক ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।