1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর টিকিট কিনবেন যেভাবে - আলোকিত খাগড়াছড়ি

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর টিকিট কিনবেন যেভাবে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্ক:

আগামী অক্টোবর-নভেম্বরে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সে উপলক্ষ্যে বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে অনেক দেশেই। আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ মহারণ। এই হিসেবে আর বাকি মাত্র ৫৬ দিন। এরমধ্যে একাধিকবার পরিবর্তন এনে চূড়ান্ত করা হয়েছে বিশ্বকাপের সূচিও। এবার বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য টিকিট ছাড়ার দিনও ঘোষণা দিয়েছে আইসিসি। আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট।

বুধবার (৯ আগস্ট) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি মাস থেকেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে। আগামী ২৫ আগস্ট থেকে ভারতের ম্যাচ ছাড়া সব দলের প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে। তবে সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অপেক্ষা করা লাগবে আরও অনেকটা সময়। টিকিট কিনতে আগ্রহীদের আগামী ১৫ আগস্ট থেকে আইসিসির নির্দিষ্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

আইসিসির দেওয়া সূচি অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বাংলাদেশের ম্যাচের টিকিট। পরিবর্তিত সূচিসহ বাংলাদেশের ৯ ম্যাচের টিকেট পাওয়া যাবে একইসঙ্গে। তবে বাংলাদেশ সেমিফাইনালে গেলে অপেক্ষা করতে হবে, সেপ্টেম্বর পর্যন্তই। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

এ প্রসঙ্গে আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি বলেন, এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে।

কবে, কোন ম্যাচের টিকিট ছাড়বে আইসিসি :

২৫ আগস্ট- ভারত ছাড়া বাংলাদেশসহ বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ

৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ

১ সেপ্টেম্বর- ধর্মশালা, লখনৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ

২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ

৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ

১৫ সেপ্টেম্বর- সেমিফাইনাল ও ফাইনাল

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ