নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে ভোক্তা অধিকার লঙ্ঘন হয় এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে সকাল পৌনে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম’র সঞ্চালনায় সেমিনারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলার বাজার ব্যবসায়ী সমিতি, হোটেল রেস্তোরাঁ, বেকারী, আবাসিক হোটেলসহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘আমরা খাগড়াছড়িকে একটি আদর্শ পর্যটন বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই খাগড়াছড়ির সবগুলো ব্যবসায়ীক প্রতিষ্ঠান সরকারি নিয়মের মধ্যে থেকে ভোক্তাদের কথা চিন্তা করে ব্যবসা করুক। তিনি বলেন, ‘খাবারে রং মেশানো যাবেনা, রেস্তোরাঁয় পঁচা-বাশি খাবার বিক্রি করা যাবেনা, রেস্তোরাঁ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অন্যথায় ভোক্তা অধিকার আইনের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘আমরা আপনাদের কিছুদিন সময় দিচ্ছি, এর মধ্যে আপনারা নিয়মের মধ্যে চলে আসতে হবে। এরপর থেকে কোথাও কোন অনিয়ম থাকলে আমরা কঠোর অভিযান পরিচালনা করবো। প্রয়োজনে বড় ধরনের জেল-জরিমানা করা হবে। নাগরিক সেবা নিশ্চিতে আমরা আইনের সবটুকুই প্রয়োগ করব। আমরা চাই, খাগড়াছড়িতে ভোক্তা অধিকার লঙ্ঘন হয় এমন সব অনিয়ম বন্ধ হোক। খাগড়াছড়ি একটি পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে উঠেছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’