নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরে দুটি ইট ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। কমলছড়ি ইউনিয়নের এই দুটি ইট ভাটাকে ৫০হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।
অভিযান চালানো ইট ভাটা গুলো হলো মেসার্স এবিসি ইট ভাটা এবং আরশি ইট ভাটা। মেসার্স এবিসি ইটভাটার মালিক মো. লাতু এবং আরশি ইটভাটার মালিক মো. হারুন মিয়া। এসময় অভিযানে পুলিশ সদস্যসহ বিজিতলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা নিয়াজি উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, ‘অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে জেলা সদরের দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দুটি ইট ভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত জ্বালানি কাঠ নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।