1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দুর্বৃত্তের ছোড়া ঢিলে ভেঙে গেছে খাগড়াছড়ির এডিসি'র গাড়ির গ্লাস - আলোকিত খাগড়াছড়ি

দুর্বৃত্তের ছোড়া ঢিলে ভেঙে গেছে খাগড়াছড়ির এডিসি’র গাড়ির গ্লাস

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবির সোহাগ এর গাড়িতে ইট-পাটকেল ছুড়েছে দুর্বৃত্তরা। এঘটনায় গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচনী কাজে যাওয়ার সময় জেলার দীঘিনালা উপজেলার সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় জুনায়েদ কবির সোহাগ গাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় এডিসি এবং গাড়ির ড্রাইভার উভয়ই অক্ষত রয়েছেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী র্কমর্কতা মো. মামুনুর রশিদ বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবির সোহাগ স্যার নির্বাচনী কাজে দীঘিনালা আসার পথে দুর্বৃত্তরা গাড়ির উপর ইট-পাটকেল ছুড়ে মারে। এতে গাড়ির পিছনের কাচের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। সবাই অক্ষত অবস্থায় রয়েছেন।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘নির্বাচনী কাজে এডিসি (সার্বিক) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় সবাই সুস্থ রয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ