1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারায় ৩০ কোটি টাকার গাজাঁ ধ্বংস - আলোকিত খাগড়াছড়ি

গুইমারায় ৩০ কোটি টাকার গাজাঁ ধ্বংস

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার ৩৫০ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৩০ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে গুইমারার চৌধুরী পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় তিন একর জমির ৩ হাজার ২৫টিরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় গাঁজা চাষের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, মাটিরাঙ্গা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আওলাদ হোসেন, গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন উপস্থিত ছিলেন।
গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা চৌধুরী পাড়ায় এ গাঁজা খেতের সন্ধান পাই। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ম্যাজিস্ট্রেট এর উপস্তিতিতে আমরা এ গাঁজা খেত ধ্বংস করি। সবাই মিলে আমরা সেখানে ৩ একর জমির প্রায় ৩০ হাজার ৩৫০ কেজি গাঁজা ধ্বংস করেছি। যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ২৫ লাখ টাকারও বেশি।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘পাহাড়ে দুর্গমতার সুযোগে দুর্গম এলাকায় একটি চক্র গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ গাঁজা চাষের জমি শনাক্ত করা হয়। সেখানে প্রায় ৩০ হাজার কেজি গাঁজায় আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। গাঁজা চাষের সঙ্গে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ