1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসী হুমকিতে বন্ধ উন্নয়ন কর্মকাণ্ড! ব্যাপক লোকসানের মুখে ঠিকাদার - আলোকিত খাগড়াছড়ি

কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসী হুমকিতে বন্ধ উন্নয়ন কর্মকাণ্ড! ব্যাপক লোকসানের মুখে ঠিকাদার

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
নিজস্ব প্রতিনিধি: 
পাহাড়ে বেপরোয়া হয়ে উঠেছে উপজাতীয় সশস্ত্র চাঁদাবাজরা। অব্যাহত চাঁদাবাজিতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন থমকে গেছে বলে জানা গেছে।
ইতিমধ্যেই রাঙ্গামাটির বিলাইছড়ি-কাপ্তাই সড়কে কোটি টাকা চাঁদার দাবিতে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের কয়েক দফা চাঁদা উত্তোলনের পর আবার চাঁদার দাবী ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রাণ নাশের হুমকি পেয়ে গত ৩ ফেব্রুয়ারী চন্দ্রঘোনা থানায় সাধারণ ডায়েরি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস অনন্ত বিকাশ ত্রিপুরা’র সাহিদুল আমিন নামে এক উপ-ঠিকাদার।
এদিকে, স্থানীয় আঞ্চলিক দলের সশস্ত্র এই সন্ত্রাসীদের অব্যাহত চাঁদা দাবির প্রেক্ষিতে সৃষ্ট অচলাবস্থায় নিজেদের পূঁজিপাট্টা উঠাতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কায় পড়েছে সংশ্লিষ্ট ঠিকাদার।
ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরার উপ-ঠিকাদার সাহিদুল আমিন জানান, ‘রাঙ্গামাটির বিলাইছড়ি কারিগর পাড়া হতে লেমুছড়ি পর্যন্ত আমাদের কাজ চলমান অবস্থায় অজ্ঞাতনামা কিছু সশস্ত্র সন্ত্রাসী এসে শ্রমিকদের কাজ করতে নিষেধ করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এতে শ্রমিকরা প্রাণভয়ে চলে গেছে। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পরেছি।’ তিনি আরও বলেন, ‘কাজ সুষ্ঠুভাবে যেন করতে পারি সেজন্য সন্ত্রাসীদের আমরা কয়েক দফায় চাঁদার টাকা পরিশোধ করেছি। চাঁদার টাকা দেওয়ার পর তারা আরও দ্বিগুণ চাঁদা দাবী করে। এক পর্যায়ে কাজ করলে শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। হুমকি পেয়ে আমি রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানায় জিডি করেছি। এখন কাজ বন্ধ রয়েছে। আমার সকল প্রস্তুতি থাকার পরও কাজ করতে না পারায় আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।’
খোঁজ নিয়ে জানা গেছে , এলজিইডি’র মাধ্যমে রাঙ্গামাটি জেলার কারিগর পাড়া হতে বিলাইছড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন ও ব্রীজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় সড়ক উন্নয়ন কাজ শুরু হয়। এতে বাধার মুখে পড়ে এস অনন্ত বিকাশ ত্রিপুরা নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের ৫টি উন্নয়নমূলক কাজ। বার বার চাঁদার টাকা পরিশোধ করার পরও নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা। কাজ করলে শ্রমিক এবং ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দিয়েছে বলেও জানান উপ-ঠিকাদার।
নির্বাহী প্রকৌশলী আহম্মদ শফি  বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরার পক্ষ থেকে বিষয়টি আমাদের লিখিতভাবে জানানো হয়েছে। ঠিকাদার কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন বলে জেনেছি। সন্ত্রাসী বাধার কারণে যেহেতু কাজ বন্ধ ছিল তাই আমরা ঠিকাদারের সময় বৃদ্ধি করার বিষয়টি আমরা দেখছি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ