শীতের রাতে অসহায়দের মাঝে উষ্ণতা ছড়ালেন ইউএনও মামুনুর রশীদ
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
৩৬৯
বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
পাহাড় বেষ্টিত পার্বত্য জেলা খাগড়াছড়িতে পড়ছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশার পাশাপাশি হিম বাতাসে অনেকটাই বিপাকে পড়েছেন এখানকার অসহায় মানুষগুলো। এসব মানুষের কিছুটা উষ্ণতা বাড়াতে এগিয়ে এলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বোয়ালখালী, মেরুং ইউনিয়নের বিভিন্ন এতিমখানা, অসহায় ও ভবঘুরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। সমতল জেলার চেয়ে এখানে শীতের তীব্রতা একটু বেশি। এসব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতে এ কম্বল কিছুটা হলেও তাদের মাঝে উষ্ণতা ছড়াবে।’