1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কবাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন; সভাপতি দুলাল, সম্পাদক আনোয়ার - আলোকিত খাগড়াছড়ি

কবাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন; সভাপতি দুলাল, সম্পাদক আনোয়ার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী বাজার পরিচালনা কমিটির গঠন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) নির্বাচনের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়। এ বাজার কমিটির সভাপতি হিসেবে মো. আমির হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হন।
এর আগে কবাখালী বাজার পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সকাল ১০ টায় বাজার গলিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা। এ সভায় সভাপতিত্ব করেন ডাক্তার অমরেশ চাকমা।
সভায় মোট ১৬৬ জন ভোটার নিয়ে সভাপতি পদটি নির্বাচনের জন্য ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে ৮৩ ভোট পেয়ে আমির হোসেন দুলাল সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পান ৪০ ভোট এবং সিরাজুল ইসলাম পান ২৪ ভোট।
১১ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য পদে আর কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক হিসেবে বাচ্চু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জসিম মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির প্রতি ব্যবসায়ী এবং ভোটারদের আস্থা ও সমর্থন ছিল চোঁখে পড়ার মতো। তারা আশা প্রকাশ করেন যে নতুন কমিটি বাজার পরিচালনায় স্বচ্ছতা, শৃঙ্খলা এবং উন্নয়নের মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। নবনির্বাচিত কমিটির সদস্যরাও তাদের দায়িত্ব পালনে আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন।
উৎসবমুখর ও উদ্দীপনায় ভরা পরিবেশে সভাটি সম্পন্ন হয়। ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন বাজার ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা উন্মোচন করেছে। নবগঠিত কমিটি শীঘ্রই তাদের কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ